MAIN MENU

নত হও কুর্নিশ কর রফিক আজাদ

নত হও কুর্নিশ কর

রফিক আজাদ


হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো, 

তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ 

পেয়েছেন ভদ্রমহোদয়গণ, 


অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে 

ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার, 

বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ, 

এবারকার মতো ক্ষমা করে দিন… 

No comments:

Post a Comment