MAIN MENU

ভাষা - BCS, Admission ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য।

এই অধ্যায় আমরা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরলাম যেগুলো BCS, Admission ও শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষায় বারবার কমন পড়ে। প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সরাসরি কমন পড়ার একমাত্র বই নবম-দশম শ্রেণীর "বাংলা ভাষার ব্যাকরণ" থেকে।

বাংলা ২য় পত্র:

প্রথম অধ্যায়: 

ভাষা


১. ভাষার মূল উপাদান- ধ্বনি।

২. বর্তমানে পৃথিবী তে - সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে।

৩. ভাষা-ভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা- পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা।

৪. বর্তমান পৃথিবীতে প্রায় - ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা।

৫. পৃথিবীর সব ভাষার-ই - উপভাষা আছে।

৬. বাংলা ভাষার লেখ্য রুপ- ২ টি। ক. চলিত রীতি খ. সাধু রীতি।

৭. বাংলা সাধু রীতির প্রবর্তক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

৮. সাধু রীতি- গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল।

৯. সাধু রীতি- নাটিকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।

১০. বাংলা- চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।

১১. চলিত রীতি- পরিবর্তন শীল।

১২. চলিত রীতি - তদ্ভব শব্দবহুল।।

১৩. চলিত রীতি- সংক্ষিপ্ত ও সহজবোধ্য।

১৪. চলিত রীতি- বক্তৃতা, আলাপ- আলোচনা ও নাট্যসংলাপের জন্য উপযোগী।

১৫. বাংলা ভাষার শব্দসম্ভার কে- ৫ ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হলো:- ১. তৎসম শব্দ ২. তদ্ভব শব্দ ৩. অর্ধ- তৎসম শব্দ, ৪. দেশি শব্দ ৫. বিদেশি শব্দ।

১৬. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।১৭. তৎসম শব্দের অর্থ হচ্ছে- তার সমান।

১৮. তৎসম শব্দের উদাহরণ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন,

ধর্ম, পাত্র, মনুষ্য।

১৯. যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়,

কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে।

২০. তদ্ভব শব্দ গুলোকে- খাঁটি বাংলা শব্দ বলা হয়।

২২. বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ- তৎসম শব্দ।

২৩. কিছু অর্ধ-তৎসম শব্দের উদাহরণ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত।

২৪. দেশি শব্দের উদাহরণ - কূলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি।

২৫. কিছু গুরুত্বপূর্ণ আরবী শব্দ- গোসল, আদালত, উকিল, এজলাস, ওজর, কানুন, কলম, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মোক্তার, রায়।

২৬. গুরুত্বপূর্ণ ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোজখ, বেহেশত, নামাজ, রোজা, ফেরেশতা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বেগম, বান্দা, মেথর, রসদ, আমদানি, রফতানি।

২৭. পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি।

২৮. ফরাসি শব্দ: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।

২৯. ওলন্দাজ শব্দ: ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন,

৩০. গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল,

৩১, তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা।

৩২. চীনা শব্দ: চা ও চিনি।

৩৩. জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি।

৩৪. বার্মিজ শব্দ: লুঙ্গি, ফুঙ্গি।

৩৫. গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ গঠন:

রাজা-বাদসা= তৎসম + ফারসি

হাট-বাজার= বাংলা+ ফারসি

হেড-মৌলভি= ইংরেজি+ ফারসি

হেড-পন্ডিত= ইংরেজি +তৎসম

চৌ-হদ্দি= ফারসি+ আরবি।


বিদ্র: ভুল থাকলে অথবা আপডেট তথ্য জানিয়ে দিবেন।


Posted by @Sk Aktarul Islam

√ পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন.. 

T= (Thanks)

N= (Nice)

E= (Excellent)

V= (very fine)

B= (Bad)

O= (Osthir)

আপনাদের কমেন্ট দেখলে ভাল ভাল পোষ্ট দিতে অনুপ্রেরণা পাই।

.........ধন্যবাদ


 

No comments:

Post a Comment